বিশ্ব শান্তি কামনা করে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব সম্পন্ন
দুনিয়া ও আখেরাতে শান্তি কামনা ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব রোববার সম্পন্ন হয়েছে।
এবার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান বাংলায় করা হয়েছে। মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে মুসল্লিরা সবার জন্য শান্তি কামনা করেন।
সকাল সাড়ে ১০টার পর আখেরি মোনাজাত শুরু হয়— শেষে হয় ১১টার পরে। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের কাকরাইলের মাওলানা হাফেজ জোবায়ের। হেদায়েতি বয়ান করেন মাওলানা আব্দুল মতিন।
ফজরের নামাজের পর থেকে প্রস্তুতিমূলক বয়ান শুরু করেন মাওলানা আনিসুর রহমান।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষ টঙ্গীর তুরাগতীরে সমবেত হয়। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই আখেরি মোনাজাতে দেশের ১৬ জেলার মুসল্লি ছাড়াও দেশ-বিদেশের অন্তত ৩০-৩৫ লাখ মানুষ অংশ নেন বলে ধারনা করা হচ্ছে।
দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ১৯ জানুয়ারি শুক্রবার। আখেরি মোনাজাত হবে ২১ জানুয়ারি রোববার।
২০১৯ সালের ১১ জানুয়ারি বিশ্ব ইজতেমার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মো. গিয়াস উদ্দিন জানান, প্রথম পর্ব হবে ১১,১২ ও ১৩ জানুয়ারি।